বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা সেন্ট জোসেফস হাই স্কুলে অধিকার বঞ্চিতদের সুবিধার্থে সংগঠনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

খুলনা সেন্ট জোসেফস হাই স্কুলে অধিকার বঞ্চিতদের সুবিধার্থে সংগঠনের কার্যক্রম
সাঈয়েদুল মুরছালীনঃ
খুলনা সেন্ট জোসেফস হাই স্কুলে বেশকিছু অধিকার বঞ্চিত ছাত্রদের স্কুল কর্তিপক্ষের সাহায্যে নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়। সেই অধিকার 
বঞ্চিতদের প্রতি বছর, বিভিন্ন সংগঠন  বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে তার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হল  "জোসেফিয়ান শিক্ষা স্বাস্থ্য প্রনদোনা" ও "ইনসানিয়া রিলিফ শিকাগো"।
এবারও মহান বিজয় দিবসে আজ, "জোসেফিয়ান শিক্ষা স্বাস্থ্য প্রনদোনা"  ও "ইনসানিয়া রিলিফ শিকাগো" এর যৌথ উদ্যোগে আজ  সেন্ট জোসেফস হাই স্কুল খুলনা প্রাঙ্গণে অধিকার বঞ্চিত ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ  কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম  স্কুলের প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে  পরিচারিত হয়। উক্ত কার্যক্রমে প্রাক্তন ছাত্রদের সাথে আরো উপস্থিত ছিলেন, স্কুলের বর্তমান সম্মানিত প্রধান শিক্ষক আলফ্রেড স্যার।
0 Comments